ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের ‘সবচেয়ে লম্বা’ ব্যক্তি সমাজবাদী দলে 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জানুয়ারি ২৩, ২০২২
ভারতের ‘সবচেয়ে লম্বা’ ব্যক্তি সমাজবাদী দলে 

ধর্মেন্দ্র প্রতাপ সিংকে ভারতের ‘সবচেয়ে লম্বা’ ব্যক্তি হিসেবে মনে করা হয়। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের তার বাড়ি।

উচ্চতা ৮ ফুট ১ ইঞ্চি বা ২.৪ মিটার। বিশ্ব রেকর্ডে সর্বোচ্চ উচ্চতার চেয়ে তিনি মাত্র ১১ সেন্টিমিটার কম উঁচু।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২২ জানুয়ারি) ধর্মেন্দ্র যোগ দিয়েছেন সমাজবাদী দলে। বিষয়টি নিশ্চিত করেন উত্তরপ্রদেশ রাজ্যে দলটির প্রেসিডেন্ট নরেশ উত্তম প্যাটেল।  

তিনি বলেন, ধর্মেন্দ্রর যোগদানে আসন্ন বিধানসভা নির্বাচনে দল আরও শক্তিশালী হবে।  

সমাজবাদী দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, সমাজবাদী দলের নীতির প্রতি এবং অখিলেশ যাদবের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে প্রতাপগড়ের ধর্মেন্দ্র প্রতাপ সিং যোগ দিয়েছেন এই দলে। রাজ্য সভাপতি নরেশ উত্তম প্যাটেল তাকে দলের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, তিনি যোগ দেওয়ার মাধ্যমে দল আরও শক্তিশালী হবে।

ধর্মেন্দ্র প্রতাপ সিং বলেন, আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। এটা হলো আমার উচ্চতার কারণে। কেউ যখন আমার সঙ্গে ছবি তুলতে চান, তখন নিজেকে মনে হয় একজন সেলিব্রেটি।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সাত দফায় হবে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। ভোট গণনা হবে ১০ মার্চ।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।