ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে পুলিশের গুলিতে ২৬ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, নভেম্বর ১৩, ২০২১
মহারাষ্ট্রে পুলিশের গুলিতে ২৬ মাওবাদী নিহত

ভারতের মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনীর সদস্যদের গুলিতে অন্তত ২৬ মাওবাদী নিহত হয়েছেন।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ নভেম্বর) সকালে মহারাষ্ট্রের গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় এ ঘটনা ঘটে।

 

ওই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।  

জানা যায়, শনিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে লড়াই শুরু হয় মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’র। গোপন সূত্রে খবর পেয়েই অভিযানটি শুরু করা হয়। সেখানে দীর্ঘক্ষণ দুই পক্ষে গুলি চলে।  

গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেন, এখন পর্যন্ত ২৬ জন মাওবাদীর মরদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। তল্লাশি অব্যাহত রয়েছে। গোটা অপারেশন সফলভাবে পরিচালনা করছেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১ 
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।