ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মে ১৮, ২০২১
ভারতে করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলেও দেশটিতে দৈনিক মৃত্যু কমেনি, বরং তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাকালে সর্বোচ্চ মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি পেরিয়ে গেছে। ভারতে মোট সংক্রমিত হয়েছে ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এক দিনে মৃত্যুর হিসাবে এটাই সর্বোচ্চ।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলিতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩ জন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।