ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সাবমেরিন দিয়ে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামাসের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, মে ১৭, ২০২১
সাবমেরিন দিয়ে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামাসের হামলা

মানুষবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে ইসরায়েলি গ্যাস প্লাটফর্মে হামলা চালিয়েছে বলে দাবি করেছে হামাস। সাবমেরিনটির ভিতরে বিল্ট-ইন জিপিএস রয়েছে।

এটি ৫০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম।

রোববার (১৬ মে) ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক।

সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দূরবর্তীভাবে পরিচালনা করতে সক্ষম একটি সাবমেরিন বানাতে সক্ষম হয়েছে হামাস।  

আল কাসামের শীর্ষ ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইজওয়ারি আততায়ী হামলায় নিহত হওয়ার পর তার ভাই জানান, তিনি মানুষবিহীন সাবমেরিন বানিয়েছেন। মানুষবিহীন এ সাবমেরিন স্থানীয়ভাবে বানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ১৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।