ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার নিন্দা জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৪, মে ১৬, ২০২১
ইসরায়েলে হামলার নিন্দা জানালেন বাইডেন জো বাইডেন

ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীই স্বীকার করেছে, এসব হামলায় তারা ১৬০টি যুদ্ধবিমানকে কাজে লাগিয়েছে।

হামলায় প্রায় দেড়শ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে শত শত মানুষ। তবে ইসরায়েলে হামলা চালানোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  

রোববার (১৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বলেছেন, গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী পক্ষের রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েলে হামলা চালানোর নিন্দাও জানিয়েছেন তিনি।  

তবে তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন।
 
অন্যদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আব্বাসের সঙ্গে কথা হয়েছে বাইডেনের।  

এসময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মে ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।