ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অপহৃত যুবক উদ্ধারে বিলম্বের প্রতিবাদ শিখদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, এপ্রিল ২৯, ২০২১
অপহৃত যুবক উদ্ধারে বিলম্বের প্রতিবাদ শিখদের

পাকিস্তানের পেশোয়ার থেকে এক শিখ যুবককে অপহরণের অভিযোগে শিখ সম্প্রদায়ের সদস্যরা শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রাদেশিক সরকারের কাছে তাকে নিরাপদে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

 

পেশোয়ার প্রেস ক্লাবের বাইরে নারী ও শিশুসহ বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এই মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান।  

বিক্ষোভকারীরা জানান, এক মাস আগে গুলবার্গ এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন অউইনাশ সিং।

শিখদের প্রতিনিধি সর্দার পারবিন্দর সিং বলেন, নিখোঁজ যুবক সুশিক্ষিত এবং কারও সঙ্গে তার পরিবারের কোনও শত্রুতা নেই।

তিনি বলেন, আমরা অউইনাশ সিংয়ের অবস্থান সম্পর্কে সূত্র পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।  

তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছিল, কিন্তু হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করা হয়নি।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের জনগণ বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা করছে এবং তাদের কোনো শত্রু নেই। কিন্তু তারপরও তারা অজ্ঞাত ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত হযচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।