ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরও ২২৪ পাকিস্তানিকে দেশে পাঠাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, এপ্রিল ২৯, ২০২১
আরও ২২৪ পাকিস্তানিকে দেশে পাঠাল ইরান

ইরান থেকে আরো ২২৪ জন পাকিস্তানিকে গত রোববার বের করে দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল।

ছাগায় জেলার তাফতান সীমান্তের রাহদারি গেটে তাদের হস্তান্তর করা হয় পাকিস্তানের লেভিস ফোর্সের কাছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য জিম্মায় নেয় পাকিস্তানের ফেডারেল গোয়েন্দা সংস্থা (এফআইএ)।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভালো চাকরির আশায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তাদের মধ্যে ১৯৪ জন পাঞ্জাবের, ১৫ জন খায়বার পাখতুনখাওয়ার, আটজন আজাদ জম্মু-কাশ্মীরের, পাঁচজন বেলোচিস্তানের এবং দুজন সিন্ধু প্রদেশের।
সূত্র: ডন নিউজ

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।