ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মোশাররফের নতুন দলের নাম ঘোষণা ১ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, সেপ্টেম্বর ১৪, ২০১০
মোশাররফের নতুন দলের নাম ঘোষণা ১ অক্টোবর

ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আগামী ১ অক্টোবর লন্ডনে তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

পাকিস্তানে ২০১৩ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনকে সামনে রেখেই ঘোষিত তারিখে মোশাররফ নতুন দল গঠনসহ বিভিন্ন কর্মসূচি প্রকাশ করবেন। খবর এনডিটিভি’র।

৬৭ বছর বয়সী পারভেজ মোশাররফ নতুন দলের নাম ও কর্মসূচি ঘোষণার পাশাপাশি ৩ অক্টোবর দলের শক্তি প্রদর্শনের জন্য বার্মিংহামে সমাবেশ করবেন।

সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী ১ অক্টোবর লন্ডনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দলের যাত্রা শুরু হবে। ’

সংবাদ সম্মেলনের দুদিন পর ৩ অক্টোবর মোশাররফ বার্মিংহামের ওভাল বানকিউটিং স্যুটের স্পার্কহিল এলাকায় সমাবেশে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।