ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লাইবেরিয়ান ট্যাংকার আটক করে ছেড়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ১৩, ২০২০
লাইবেরিয়ান ট্যাংকার আটক করে ছেড়ে দিল ইরান ফাইল ছবি

ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালির কাছে লাইবেরিয়ান একটি তেল ট্যাংকার আটক করে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি করেছে।

তেলের ট্যাংকার আটকের ঘটনার প্রমাণ হিসেবে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা গেছে, একটি বিশেষ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এমভি উইলা নামে জাহাজে ওঠে। ওই জাহাজের সবশেষ উপস্থিতি ছিল আরব আমিরাতের পশ্চিম উপকূলের খরফাক্কান শহরের কাছে।

ইরান এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি।  

এক মার্কিন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ইরানের নৌবাহিনী প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর বুধবার জাহাজটি ছেড়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।