ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পরীক্ষা কমালে আক্রান্তের সংখ্যাও কম হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, আগস্ট ২, ২০২০
পরীক্ষা কমালে আক্রান্তের সংখ্যাও কম হবে: ট্রাম্প

পরীক্ষা কম করলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যাও কম হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।

টুইটারে ট্রাম্প বলেছেন, আমাদের আরও আক্রান্ত রয়েছে। কারণ আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরীক্ষা করছি। এরমধ্যে আমরা ৬০ লাখের মতো মানুষের করোনা পরীক্ষা করেছি। আমরা যদি পরীক্ষা কম করি, তাহলে আক্রান্তের সংখ্যাও কমে আসবে। ইতালি, ফ্রান্স ও স্পেন কিভাবে কমালো? আমাদের বেশির ভাগ গভর্নর কঠোর এবং স্মার্টলি কাজ করেছেন। আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসবো।

করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। করোনা পরিস্থিতি নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৪৭ লাখ ৬৪ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৯০৫ জন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।