ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান চীনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, জুন ১৭, ২০২০
ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান চীনের

সীমান্ত উত্তেজনা বন্ধে ভারতকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার (১৬ জুন) চীনের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের বরাদ দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সিন হুয়া এ তথ্য জানিয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ঝিয়াং সুলি এক বিবৃতিতে বলেছেন, গত সোমবার (১৫ জুন) রাতে চীন ও ভারতীয় সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষের আগে ভারতের সেনারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে আক্রমণ চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনা বাহিনী তাদের প্রতিশ্রতি ভঙ্গ করে ও সীমান্ত অতিক্রম করে উস্কানিমূলকভাবে চীনা সৈন্যদের ওপর আক্রমণ করে।

 

ঝিয়াং সুলি বলেন, আমরা দাবি করছি, ভারতের সেনা বাহিনী অতিসত্তর সীমান্ত থেকে সরে যেতে হবে এবং সব উস্কানিমূলক তৎপরতা বন্ধ করে চীনের সঙ্গে সমস্যা সমাধানের আলোচনা আসতে হবে।  

লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেল পদমর্যাদার সেনাসহ মোট ২০ সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার রাতে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই দাবি করেছে, এ সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।