ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানের মার্কিন গোয়েন্দা প্রধানের অনুমোদনহীন দেশত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৫, সেপ্টেম্বর ১০, ২০১০
আফগানিস্তানের মার্কিন গোয়েন্দা প্রধানের অনুমোদনহীন দেশত্যাগ

কাবুল: আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাইকেল ফিন অনুমতি ছাড়াই আফগানিস্তান ত্যাগ করেছেন।

সামরিক বাহিনীর এক মুখপাত্র কর্ণেল থমাস কলিনস সংবাদমাধ্যমকে জানান, “গোয়েন্দা প্রধানের আফগানিস্তান ত্যাগ দ্য জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান এখনো অনুমোদন করেননি।

” মাইকেল ফিন অন্য কোন কাজে যোগ দেবেন, সে ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেন নি।

তবে নিরাপত্তা বাহিনীর অন্য দুই কর্মকর্তা সাংবাদিকদের বলেন,“ফিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের উপদেষ্টা হিসেবে দয়িত্ব পালন করবেন। ”

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।