ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী ওলেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জুন ১২, ২০২০
করোনায় আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী ওলেনা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির স্ত্রী ওলেনা জেলিনস্কা।

ফেসবুকে এক পোস্টে ওলেনা জেলিনস্কা জানিয়েছেন, শুক্রবার (১২ জুন) তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

ফেসবুকের ওই পোস্টে ওলেনা লেখেন, আমি আজ করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি।

এটা অপ্রত্যাশিত সংবাদ। আমি ও আমার পরিবার মাস্ক, গ্লাভস পরিধানসহ সব নিয়ম মেনে চলছি। ভলোদিমির জেলিনস্কি ও বাচ্চার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ভালো অনুভব করছি। তবে দূরে থাকছি পরিবারের সদস্যদের কাছ থেকে।

২০১৯ সালের শেষে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে ইউক্রেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৫৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৮৭০ জনের।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ১২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।