ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১১ দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মে ২৬, ২০২০
বাংলাদেশসহ ১১ দেশের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো জাপান ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো জাপান। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সীমান্ত নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে বাংলাদেশসহ ১১ দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়িয়েছে জাপান। 

সোমবার (২৫ মে) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এমনটাই ঘোষণা দিয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ, তাজিকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

 

করোনা ভাইরাস নিয়ে সরকারের টাস্ক ফোর্সের এক সভায় প্রধানমন্ত্রী আবে বলেন, সম্প্রসারণ ছাড়া, জাপান জুনের শেষ অবধি এই সীমান্ত নিয়ন্ত্রণ বজায় রাখবে।  

২৭ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ২৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।