ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে জরুরি অবস্থা তুলে নিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মে ২৫, ২০২০
জাপানে জরুরি অবস্থা তুলে নিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে

করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী দেয়া জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিলেন জাপান প্রধানমন্ত্রী শিনজো আবে।

সোমবার (২৫ মে) জাতীর উদ্দেশ্যে টেলিভিশনে এক ভাষণে আবে বলেন, ‘খুবই কঠোর মানদণ্ডের মাঝে আমাদের জরুরি অবস্থা বাড়াতে হয়েছিল। তবে আমরা ভেবে দেখেছি এই মানদণ্ডটি আমরা পূরণ করতে পেরেছি।

জাপান প্রধানমন্ত্রী জানান, করোনা রোধে জাপান শক্ত ভূমিকা রাখতে পেরেছে। যেখানে গত ৭ এপ্রিল বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়। পরে এটা পুরো দেশব্যাপী বাড়ানো হয়।

মে মাসের মাঝামাঝি সময় থেকে এশিয়ার অর্থনীতির সেরা এই দেশ নিজেদের নিষেধাজ্ঞাগুলি সহজ করে দেয়। তবে রাজধানী টোকিওর বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি থাকে যাতে করে এই প্রাদুর্ভাবের বিষয়ে আরও জানা যায়।

গত নভেম্বরে চীন থেকে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ালেও প্রতিবেশী দেশ জাপান শক্তভাবেই পরিস্থিতি মোকাবিলা করেছে। এখন পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে সাড়ে ১৬ হাজার মানুষ। যেখানে মৃত্যু হয়েছে ৮শ’র বেশি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।