ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, এপ্রিল ৩০, ২০২০
করোনা ভাইরাসে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম মৃত্যু যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দিলো ইয়েমেন। যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

মৃত দুই ব্যক্তি একে অপরের ভাই ছিল বলে জানা গেছে।

তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন শহরে একটি হাসপাতালে মারা যান। সরকার জানায়, ওই শহরে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

পাঁচ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা। ভাইরাস মোকাবিলার জন্য একেবারেই প্রস্তুত নয় দেশটি।

ইয়েমেনে বহু মানুষ কলেরা, ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত। সেই সঙ্গে রয়েছে খাদ্যাভাব। লাখ লাখ মানুষ খাদ্য সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল।

চলতি মাসের শুরুর দিকে প্রথম সংক্রমণ ধরা পড়ে দেশটিতে। এর আগে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে জানায়, ইয়েমেনে ভাইরাসটি সবার অজান্তে ছড়িয়ে দুঃস্বপ্নময় পরিস্থিতি তৈরি করতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।