ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্পেনে করোনা শনাক্ত ২ লাখের সীমানা ছাড়ালো, আরও ৩৯৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, এপ্রিল ২০, ২০২০
স্পেনে করোনা শনাক্ত ২ লাখের সীমানা ছাড়ালো, আরও ৩৯৯ মৃত্যু

স্পেনে যদিও দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কমে আসছে, তবুও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দীর্ঘ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। দেশটিতে এরই মাঝে করোনা শনাক্ত হয়েছে এমন মানুষের সংখ্যা ২ লাখের সীমানা ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৯৯ জনের। 

সোমবার (২০ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।  

স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্য দিয়ে করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের ১ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১০ জনে।  

রয়টার্সের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের পর সারা বিশ্বের মধ্যে স্পেনেই সবচেয়ে বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।   

স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সর্বশেষ ৩৯৯ জনসহ সোমবার পর্যন্ত সরকারি হিসেবে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫২। মাসখানেকের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মানুষের মৃত্যু হলো। আগের দিন মোট মৃতের সংখ্যা ছিল ২০ হাজার ৪৫৩।  

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।