ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা: ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৭৪৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, এপ্রিল ৭, ২০২০
করোনা: ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৭৪৩ মৃত্যু ছবি: সংগৃহীত

স্পেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কমতে থাকার পাঁচদিনের মাথায় মৃত্যু কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৩ জন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় ৭৪৩ জনের মৃত্যুসহ স্পেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা মোট ১৩ হাজার ৭৯৮।

এর আগের দিন মৃত্যু হয়েছিল ৬৩৭ জনের।

গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৪৭৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫১০।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।