ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনায় সমগ্র মানবজাতিই আজ হুমকির মুখে: জাতিসংঘ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, মার্চ ২৬, ২০২০
করোনায় সমগ্র মানবজাতিই আজ হুমকির মুখে: জাতিসংঘ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের করাল গ্রাসে সমগ্র মানবজাতিই আজ হুমকির মুখে বলে অভিমত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর ২ বিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।  

বুধবার (২৫ মার্চ) বিশ্বের সব দেশের নেতাদের করোনা ভাইরাস মোকাবিলায় একজোটে কাজ করার আহ্বান জানিয়ে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে এ তথ্য জানা যায়।

 

দুনিয়া জুড়ে করোনার প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, কভিড-১৯ সমগ্র মানবজাতিকে হুমকি দিচ্ছে, মানবজাতিকেও একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

করোনা মোকাবিলায় বিশ্বনেতাদের আরও আরও পদক্ষেপ ও  অনুদান ঘোষণার আহ্বান নিয়ে গুতেরেস আরও বলেন, এ প্রেক্ষাপটে বৈশ্বিক সংহতি ও লড়াই অতি আবশ্যক। একক কোনো দেশের লড়াই এখানে যথেষ্ঠ নয়।

এর এক সপ্তাহ আগে জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্ব যদি একজোট না হয় তাহলে করোনায় লাখ লাখ মানুষ মারা পড়বে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।