ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা: সৌদি আরবে কারফিউ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, মার্চ ২৩, ২০২০
করোনা: সৌদি আরবে কারফিউ 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে কারফিউ জারি করেছেন দেশটির বাদশা সালমান। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২৩ মার্চ) এ খবর জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি।

কারফিউ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত দেশের বাইরের সব যাত্রীবাহী ফ্লাইটের ট্রানজিট বাতিল করেছে। সব শপিং কমপ্লেক্স বন্ধ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্টুরেন্ট থেকে চালু আছে শুধু হোম ডেলিভারি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।