ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, মার্চ ২০, ২০২০
করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো 

আবির্ভাবের মাত্র ৩ মাসের মাথায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

শুক্রবার (মার্চ ২০)  যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।  

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের কাছাকাছি বলেও জানিয়েছে জন হপকিন্স।

 

জন হপকিন্স শুরু থেকেই করোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসছে। তাদের দেওয়া সর্বশেষ তথ্য মতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ৩০ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৫১৭। এছাড়া এ ভাইরাস থেকে এখন পর্যন্ত সেরে উঠেছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ।  

এখন পর্যন্ত বিশ্বের ১৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। কেবলমাত্র জনমানবহীন অ্যান্টার্কটিকা বাদে আর সব মহাদেশই এর কবলে পড়েছে। রক্ষা পাচ্ছে না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোও। করোনা মোকাবিলায় দুনিয়াব্যাপী আগ্রাসী পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।