ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গঙ্গা ঘাটে পড়ে গেলেন নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, ডিসেম্বর ১৪, ২০১৯
গঙ্গা ঘাটে পড়ে গেলেন নরেন্দ্র মোদী সিঁড়িতে হোঁচট খান নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

গঙ্গা নদীর পাড়ে একটি প্রকল্প দেখতে গিয়ে হোঁচট খেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শনিবার (১৪ ডিসেম্বর) কানপুরের গঙ্গা ঘাটে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান ভারতের প্রধানমন্ত্রী।

সঙ্গে সঙ্গে পাশে থাকা দেহরক্ষীরা টেনে তোলেন তাকে।

এর আগে, সকালে বহুল প্রত্যাশিত ‘নামামি গঙ্গে প্রকল্প’ দেখতে কানপুর পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে পা পিছলে পড়ে যান এই বিজেপি নেতা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।