ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাঞ্জাবে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, সেপ্টেম্বর ৪, ২০১৯
পাঞ্জাবে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

ভারতের পাঞ্জাব প্রদেশে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে এখনো সেখানে আটকা রয়েছেন অনেকে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রদেশের গুরুদাসপুরের বাটালায় একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্ডার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল এসপিএস পরমার এ ঘটনা নিশ্চিত করেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভয়াবহ ওই বিস্ফোরণ পুরো কারখানা বিধ্বস্ত হয়। আশপাশের ভবনগুলোও এতে ক্ষতিগ্রস্ত হয়।  

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, জেলা কালেক্টর ও জ্যেষ্ঠ পুলিশ সুপারিন্টেন্ডেন্টের নেতৃত্বে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।  

জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। জ্যেষ্ঠ পুলিশ ও জেলা প্রশাসক ঘটনাস্থলে আছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯ 
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।