ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস প্লান্টে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, সেপ্টেম্বর ৩, ২০১৯
মুম্বাইয়ে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস প্লান্টে আগুন, নিহত ৫

ভারতের মুম্বাইয়ে রাষ্ট্রায়ত্ত একটি তেল ও প্রাকৃতিক গ্যাস প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে আহত রয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে নবি মুম্বাইর উরান এলাকার ওই প্লান্টে আগুনের সূত্রপাত হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।  

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশ (ওএনজিসি) কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে তেল প্রক্রিয়াজাতকরণে কোনো ব্যাঘাত ঘটেনি। সেখানকার মজুদ গ্যাস ৩৩০ কিলোমিটার দূরে গুজরাটের হাজিরা এলাকার আরেকটি প্লান্টে সরিয়ে নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এইচজে /জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।