ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

অবশেষে মহাকাশকেন্দ্রে সফল অবতরণ ‘আধা-মানব’ রোবট ফেদর’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৩, আগস্ট ২৮, ২০১৯
অবশেষে মহাকাশকেন্দ্রে সফল অবতরণ ‘আধা-মানব’ রোবট ফেদর’র

রাশিয়ার ‘আধা-মানব’ (Humanoid) রোবট 'ফেদর' দ্বিতীয়বারের চেষ্টায় সফলভাবে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবতরণ করেছে। 

সোমবার (২৬ আগস্ট) কেন্দ্রীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার এ রোবট মহাকাশকেন্দ্রে অবতরণ করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়।  

এর আগে শনিবার (২৪ আগস্ট) প্রথমবারের স্বয়ংক্রিয় চেষ্টায় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণে ব্যর্থ হয় ফেদর।

পরে সোমবার রাতে ম্যানুয়ালি মহাকাশকেন্দ্রের অপর একটি বন্দরে নোঙর করে ফেদরকে বহনকারী সুয়োজ এফ-৮৫০ মহাকাশযান।  

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ বিষয়ক সংস্থা নাসা নিশ্চিত করে, প্রথমবারের অবতরণ প্রচেষ্টা ব্যর্থ হলেও, এতে করে নভোচারী ফেদরের কোনো ধরনের সমস্যা হয়নি।  

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম জানায়, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে নভোচারীদের সহযোগী হিসেবে কাজ করতে ও নিজের সক্ষমতা পরীক্ষার উদ্দেশ্যে দুই সপ্তাহের এক অভিযানে সেখানে গেছে এ মানব-রোবট।  

এর আগে এফ-৮৫০ নামে মহাকাশকেন্দ্রে আরও একটি মানব-রোবট পাঠায় রাশিয়া। কিন্তু ফেদর হলো এ জাতীয় রোবটের মধ্যে প্রথম পূর্ণ আকৃতির রোবট। এটি হুবহু মানুষের চালচলন অনুকরণে সক্ষম।

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডার একটি যৌথ প্রকল্প।

আরও পড়ুন>>> মহাকাশকেন্দ্রে প্রথম ‘আধা-মানব’ রোবট পাঠালো রাশিয়া 

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।