ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জি-৭: ফটোসেশনে বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পের কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, আগস্ট ২৬, ২০১৯
জি-৭: ফটোসেশনে বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পের কাণ্ড! জি-৭: ফটোসেশনে বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পের কাণ্ড!

মার্কিনের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন কারণে সমালোচনায় পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের সাগরঘেঁষা শহর বিয়ারিজে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ সম্মেলনে রোববার (২৫ আগস্ট) এমন আরেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ট্রাম্প।

তখন জি-৭ সম্মেলনের ফাঁকে এককাতারে বিশ্বনেতারা ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন। . এই সরকারি অনুষ্ঠানেও ট্রাম্পকে তার স্ত্রী মেলানিয়ার হাতে ধরে থাকতে দেখা যায়।

ফটোসেশন চলাকালীনই ট্রাম্পকে দেখা গেলো জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে চুমু খেতে। .আবার এক ফাঁকে মার্কিন ফার্স্ট লেডিকে দেখা গেলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে উচ্ছ্বসিত ভাববিনিময় করতে।  .ট্রাম্প সেসময়ও হাত ধরে রেখেছিলেন মেলানিয়ার। এই ফটোসেশনে একসময়ের অন্যতম বড় পরাশক্তি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে একেবারে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।