ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের চন্দ্রযান-২ রকেটের উৎক্ষেপণ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৬, জুলাই ১৫, ২০১৯
ভারতের চন্দ্রযান-২ রকেটের উৎক্ষেপণ স্থগিত

ঢাকা: শেষ মুহূর্তে এসে স্থগিত হল ভারতের চন্দ্রযান-২ রকেটের উৎক্ষেপণ। কারিগরি ত্রুটির কারণে রকেটটির উৎক্ষেপণ বাতিল করে নতুন সময় নির্ধারণের সিদ্ধান্তের নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও।

রোববার (১৪ জুলাই) ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটা থেকে স্থানীয় সময় সোমবার রাত ২টা ৫১ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযান-২ এর। তবে নির্ধারিত সময়ের প্রায় ৫৬ মিনিট আগে রকেটটিতে কিছু কারিগরি ত্রুটির সন্ধান পাওয়া যায় বলে জানায় আইএসআরও।

জিএসএলভি মার্ক-ফোর মডেলের শক্তিশালী রকেটটির পরবর্তী উৎক্ষেপণ সময় দ্রুত ঘোষণা করা হবে বলেও আইএসআরও এর বরাত দিয়ে জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।

পৃথিবী থেকে চাঁদের দক্ষিণ মেরু পর্যন্ত পৌঁছাতে দুই মাস সময় লাগবে চন্দ্রযান-২ এর।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।