ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, জুলাই ১৩, ২০১৯
দিল্লিতে রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের দিল্লিতে একটি রাবার ফ্যাক্টরিতে আগুন লেগে অন্তত তিন জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি গাড়ি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (১৩ জুলাই) সকালে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় ঝিলমিল শিল্প এলাকার একটি রাবার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনতলা ভবনটিতে বিপুল পরিমাণ প্লাস্টিক ও রাবারের পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।  

শিল্প এলাকা হলেও রাবার ফ্যাক্টরিটির পাশে বেশ কয়েকটি আবাসিক ভবন ছিল। এলাকাটিতে অপরিকল্পিতভাবে খুব কাছাকাছি অসংখ্য ভবন গড়ে উঠেছে, রাস্তাগুলোও অত্যন্ত সরু। একারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।