ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জুলাই ৬, ২০১৯
৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ক্যালিফোর্নিয়া

ঢাকা: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া। এবার রিখটার স্কেলে এর মাত্রা ছিলো সাত দশমিক এক। সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প।

শনিবার (৬ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (৫ জুলাই) রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় কের্ন প্রদেশের রিডগেক্রেস্ট শহরের কাছেই সাত দশমিক এক মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

টানা প্রায় ৪০ সেকেন্ড ধরে এর কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে ইতোমধ্যে বেশ কিছু জায়গার বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকেই আহত হয়েছেন শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে।  

অন্যদিকে ভূমিকম্পে বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। পাশাপাশি এর আঘাতে ফাটল দেখা দিয়েছে কয়েকটি ভবনেও।

শক্তিশালী এ ভূমিকম্প শুধু ক্যালিফোর্নিয়াতেই নয়, পাশ্ববর্তী লাস ভেগাসসহ মেক্সিকোতেও অনুভূত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হানে এই অঙ্গরাজ্যেই। তখন এটিকে ক্যালিফোর্নিয়ায় বিগত দুই দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হয়েছিল। তবে এবার যেহেতু সে মাত্রাও ছাড়িয়েছে, তাই এটিই এ অঙ্গরাজ্যে দুই দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯/আপডেট: ১১১০ ঘণ্টা
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।