ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জুলাই ৫, ২০১৯
জাপানে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ২ গত শুক্রবার কিউশুতে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানে সপ্তাহখানেক ধরে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত দুই জন নিহত হয়েছেন। আরও ভূমিধসের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার (২৮ জুন) থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাতের পর বুধবার (৩ জুলাই) ৮ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।  

জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে জানিয়েছে, চলতি বছর দেশটির দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিরিক্ত ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাগোশিমা, কুমামোতো ও মিয়াজাকিসহ বিভিন্ন এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

গত বছরের জুলাইয়ে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষ প্রাণ হারায়। উদ্ধার তৎপরতা মন্থর হওয়ায় সেসময় সমালোচনার মুখে পড়ে শিনজো আবের সরকার।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।