ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে ভারী বর্ষণ, ৮ লাখ লোককে নিরাপদে সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জুলাই ৩, ২০১৯
জাপানে ভারী বর্ষণ, ৮ লাখ লোককে নিরাপদে সরানোর নির্দেশ ভারী বৃষ্টির কবলে জাপানের কিউশু দ্বীপ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রেকর্ড এ বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও অন্য ক্ষয়ক্ষতির আশঙ্কায় ৮ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার (২৮ জুন) থেকে কিউশুর দক্ষিণাঞ্চলে এক হাজার মিলিমিটার বৃষ্টিপাতের পর বুধবার (৩ জুলাই) সরকার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার এ নির্দেশ দিয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাতে বৃহস্পতিবার (৪ জুলাই) কোথাও কোথাও সাড়ে তিনশত মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে।

ইতোমধ্যে আবহাওয়া অফিসের কর্মকর্তারা, কাগোশিমা, কুমামোতো ও মিয়াজাকিসহ বিভিন্ন এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো দ্বীপের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার মাধ্যম নিজেদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এমনকি প্রয়োজনে সেনাবাহিনীকেও উদ্ধার তৎপরতায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

এর আগে গত বছরের জুলাইয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২শ’র বেশি মানুষ প্রাণ হারায়। উদ্ধার তৎপরতা মন্থর হওয়ায় সেসময় সমালোচনার মুখে পড়ে আবের সরকার।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এইচএডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।