ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

৩ হাজার আফগান শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৪, জুলাই ১, ২০১৯
৩ হাজার আফগান শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান প্রতীকী ছবি

ঢাকা: আফগানিস্তানের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেবে পাকিস্তান। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে প্রতি বছর এ বৃত্তি দেওয়া হবে। 

গত শনিবার (২৯ জুন) পাকিস্তানি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রচারণা বিষয়ক বিশেষ সহকারী ফিরদাউস আশিক আওয়ান এ কথা জানিয়েছেন।  

তিনি বলেন, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী যোগ্য আফগান শিক্ষার্থীদের মধ্যে ৬০০ জন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সমসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। প্রথম পর্যায়ে এ বছর প্রায় ৭৯৫ জন আফগান শিক্ষার্থী পাকিস্তান আসবেন।

এ বৃত্তি সুবিধা পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য উপহার বলেও জানান এ কর্মকর্তা। তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হচ্ছে।

বৃত্তির অর্থ আফগান শিক্ষার্থীদের থাকার খরচ, বই কেনা, হোস্টেল ফি, টিউশন ফি প্রভৃতি ক্ষেত্রে খরচ হবে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পাকিস্তান সফরের এক দিন পরই বৃত্তি দেওয়ার এ ঘোষণা দেওয়া হলো।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।