ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, জুন ২৫, ২০১৯
ঝাড়খণ্ডে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ৩৯ হতাহতদের উদ্ধারের কাজ চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী বাস পাহাড়ি গিরিখাতে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৯ জন। 

মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজ্যের গাড়োয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, বাসটি ছত্তিশগড় থেকে গাড়োয়া যাওয়ার পথে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়।

তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

হতাহতদের উদ্ধারের কাজ চলছে।

এর আগে, গত ১০ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি ট্রেইলার-ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই আট জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও তিন জন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।