ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিকিমে আটকা পড়া ৪ শতাধিক পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, জুন ২১, ২০১৯
সিকিমে আটকা পড়া ৪ শতাধিক পর্যটক উদ্ধার প্রবল বৃষ্টিপাতে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: চার দিন পর ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিকিম থেকে উদ্ধার করা হয়েছে আটকে পড়া চার শতাধিক পর্যটককে। ভারী বৃষ্টিপাত ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে এতদিন আটকা ছিলেন তারা।

বৃহস্পতিবার (২০ জুন) বিশেষ পরিবহনে উত্তর সিকিমে আটকে পড়া ৪২৭ পর্যটককে উদ্ধার করে রাজ্যের রাজধানী গ্যাংটকে নিয়ে আসে স্থানীয় প্রশাসন।  

এদিন, সেনাবাহিনী ও বেসরকারি ট্যাক্সি পরিচালনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও বেশ কিছু যানবাহন পাঠানো হয়।

 

উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া, পাহাড় ধসের কারণে বেশ কিছু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৬০টির মতো পর্যটকবাহী গাড়ি লাচেন ও জেমা এলাকায় আটকা পড়ে আছে।

কর্মকর্তারা জানান, পর্যটকদের গ্যাংটকে পাঠানোর আগে স্ন্যাক্স জাতীয় খাবার দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।  

পর্যটকদের জন্য বিনামূল্যে খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করেছে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম। তাদের উদ্ধারকাজে সহায়তা করছে সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্ট ও ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।