ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শিশুসহ এক পরিবারের ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুন ১৭, ২০১৯
যুক্তরাষ্ট্রে শিশুসহ এক পরিবারের ৪ জনকে গুলি করে হত্যা প্রতীকী ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের পশ্চিম দেস ময়েন্সে ভারতীয় বংশোদ্ভূত এক পরিবারের চার জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় সময় শনিবার (১৬ জুন) সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন চন্দ্রশেখর সুনকারা (৪৪), লাবণ্য সুনকারা (৪১) এবং তাদের ১০ ও ১৫ বছর বয়সী দুই ছেলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বাড়িটির এক অতিথি তাদের মৃত অবস্থায় দেখে কর্তৃপক্ষকে জানালে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। জড়িত কাউকে চিহ্নিতও করা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।