ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

উড়িষ্যায় দেয়াল ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, জুন ৯, ২০১৯
উড়িষ্যায় দেয়াল ধসে নিহত ৪ ধসে পড়া দেয়ালের একাংশ। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উড়িষ্যায় একটি পরিত্যক্ত রাইস মিলের দেয়াল ধসে অন্তত চার জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

রোববার (৯ জুন) রাজ্যের ধেনকানাল জেলার একটি সাপ্তাহিক হাটে এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানিয়েছে, হাটে বেচাকেনা চলাকালে হঠাৎ রাইস মিলের দেয়ালের একাংশ ধসে পড়ে।

এতে ঘটনাস্থলেই চার বিক্রেতা মারা যান।  

উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পুলিশ, ফায়ার সার্ভিসসহ দুর্যোগ প্রশমন বিভাগের সদস্যরা।  

দেয়াল ধসে মানুষ ছাড়াও বেশ কয়েকটি সাইকেল, মোটরসাইকেলও চাপা পড়ে।  

ফায়ার সার্ভিস কর্মকর্তা রমাকান্ত নায়ক বলেন, দেয়ার ধসে গুরুতর আহত সাত জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন জনকে কুটাকের একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরেই অযত্ন-অবহেলায় পরিত্যক্ত পড়ে আছে রাইস মিলটি। এর দেয়ালের বাকি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।