শাওয়ালের চাঁদ, ছবি: সংগৃহীত
ঢাকা: সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (০৪ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এছাড়া এ দিন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে।
সোমবার (০৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।
সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।
দেশজুড়ে সব মুসলমানকে মঙ্গলবার ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
টিএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।