সোমবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোসা শহরে কয়েকদিন ধরে ভারী বর্ষণের পর বেশ কিছু বাড়িঘর বিধস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।
রোববার (২১ এপ্রিল) ওই শহর পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইভান দুকে।
এদিকে ঘটনাস্থলে তৎপর উদ্ধারকর্মীরা। তারা মাটি সরিয়ে চাপা পড়া মরদেহ উদ্ধারের কাজ করে চলেছেন।
অন্যদিকে ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ বসতবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এএটি/এইচএ/


