ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, এপ্রিল ১৮, ২০১৯
পাকিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ জনকে হত্যা

ঢাকা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে বাস থেকে নামিয়ে ১৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশের ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সেই ১৪ জনকে নামিয়ে নির্জনে নিয়ে গিয়ে হত্যা করে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর দাশতি বলেন, এ হামলার পেছনে কে বা কারা রয়েছে তা জানা যায়নি।

তবে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

জাহাঙ্গীর বলেন, বাসটিতে যাত্রা করে প্রায় তিন ডজন মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দর গোয়াদারের দিকে যাচ্ছিল। হঠাৎ বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র দেখে তাদের মধ্যে ১৪ জনকে হত্যা করে। তবে হামলাকারীদের উদ্দেশ্য এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও পার্শ্ববর্তী পাঞ্জাবের লোকদের টার্গেট করে হামলা চালায়। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে সেখানে নিয়োজিত সামরিক বাহিনীর কর্মকর্তাদের বেশিরভাগই পাঞ্জাবের।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।