মঙ্গলবার (১৬ এপ্রিল) আর্চিপিয়েলাগোজ এয়ার কোম্পানির আইসল্যান্ডার বিএন-২বি-২৭ মডেলের প্লেনটি বিধ্বস্ত হয়।
দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্লেনটি বিধ্বস্ত হয়ে একটি বাড়ির উপর পড়ে।
তবে প্লেনটিতে আরও আরোহী থাকতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
এদিকে প্লেনটি বিধ্বস্তের সময় বাড়িটিতে কেউ ছিল কি-না শিগগিরই কর্তৃপক্ষ তা জানাবে।
পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন বলেন, প্লেনটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্লেনটির পাইলট ও পাঁচ আরোহী নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি।
বিধ্বস্ত হওয়া প্লেনটির আঘাতে এক নারীও আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
এদিকে প্লেন বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। পাশাপাশি প্লেনের ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করা যাবে কি-না তাও নিশ্চিত নয়।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএ/এমএ


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                