ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন আঙ্গেলা মেরকেল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, অক্টোবর ২৯, ২০১৮
নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন আঙ্গেলা মেরকেল! আঙ্গেলা মেরকেল

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) দলীয় প্রধান হিসেবে থাকবেন না তিনি। 

সোমবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, আঞ্চলিক নির্বাচনে তার দলের বিপর্যয়ের পরপরই এমন সিদ্ধান্ত নিলেন মার্কেল।

সিডিইউ এর বিপর্যয়ের কারণে সরকারের কোয়ালিশনও হুমকির মুখে পড়েছে।  

২০০০ সাল থেকে সিডিইউ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাঞ্জেলা মার্কেল। বলা হচ্ছে, তিনিই দীর্ঘদিন ধরে দলটির প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।

২০০৫ সালের পর থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন এ নারী কূটনীতিক। তবে দলীয় পদ থেকে সরে দাঁড়ালেও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএইচ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।