ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, অক্টোবর ৯, ২০১৮
ছত্তিশগড়ে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৬ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

মঙ্গলবার (০৯ অক্টোবর) রাজ্যটির রাজধানী রায়পুরের প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিলাই স্টিল প্ল্যান্টে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।

বিস্ফোরণের পরে পুলিশ ও একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে।

ভিলাই স্টিল প্ল্যান্টটি রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের।
 
এর আগে ২০১৪ সালের ১২ জুন ভিলাই স্টিল প্ল্যান্টের চুল্লিতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ছয় শ্রমিক।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।