বুধবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তারা মুক্তি পান।
এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা স্থগিত করে তাকে মুক্তির আদেশ দেন দেশটির একটি আদালত।
গত সপ্তাহে মারা যান নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ। ওই সময় নওয়াজ ও তার মেয়েকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
গত ১৩ জুলাই অসুস্থ স্ত্রী কুলসুম বেগমকে দেখে দেশে ফেরার পর গ্রেফতার হন ৬৮ বছর বয়সী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ (৪৪)।
লন্ডনে শরিফ পরিবারের ৪টি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হন তারা। এই মামলায় বিশেষ আদালত নওয়াজ শরিফকে ১০ বছর ও তার মেয়েকে ৭ বছরের কারাদণ্ড দেয়। তবে তাদের দাবি, লন্ডনে থাকা সম্পত্তি কোনো বেআইনিভাবে কেনা হয়নি। আদালতের রায় ঘোষণার সময় লন্ডনে চিকিৎসারত কুলসুম বেগমের পাশে ছিলেন নওয়াজ ও তার মেয়ে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
ইএআর/জেডএস


 
                                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                