সপ্তাহব্যাপী রাশিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে শুরু হওয়া এই সুবিশাল মহড়ায় প্রতিবেশী বন্ধুরাষ্ট্র এবং অন্যতম পরাশক্তি চীনও অংশ নিয়েছে। সেইসঙ্গে মঙ্গোলিয়া, ভারত এবং পাকিস্তানও যোগ দেয় তাতে।
‘ভস্টক ২০১৮’ বা ‘পূর্ব ২০১৮’ নামের এই অস্ত্র দেখানোর আয়োজনে রুশ সামরিক বাহিনীর তিন লাখ সদস্য অংশ নেন। সেইসঙ্গে এক হাজার বিমান ও ৩৬ হাজার ট্যাংক অংশ নেয় যৌথ এ সামরিক মহড়ায়।
মহড়াটিতে পিপলস্ লিবারেশন আর্মি থেকে চীন পঠিয়েছিল তিন হাজার ২০০ সৈন্য, ৯০০ কমব্যাট ভেইকেল এবং ৩০টি যুদ্ধবিমান। কিন্তু মঙ্গোলিয়ার সেনা সংখ্যা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮টিএ


