ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডনে মারা গেছেন নওয়াজের স্ত্রী কুলসুম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, সেপ্টেম্বর ১১, ২০১৮
লন্ডনে মারা গেছেন নওয়াজের স্ত্রী কুলসুম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে কারাদণ্ডপ্রাপ্ত নওয়াজ শরিফের স্ত্রী বেগম কুলসুম লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।

 

নওয়াজ শরিফের ভাই এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধান শেহবাজ শরিফ একটি টুইটার পোস্টের মাধ্যমে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।  

পাকিস্তানের জিও টিভির রিপোর্টে বলা হয়, ২০১৪ সাল থেকে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন কুলসুমের শারীরিক অবস্থা খারাপ হয়ে দাঁড়ালে মঙ্গলবার ভোরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম।  পাশে মেয়ে ও স্বামী।

দুর্নীতির অভিযোগে দোষীসাব্যস্ত হওয়ায় তার মেয়ে মরিয়ম ও মেয়ের জামাই মো. সফদর বর্তমানে পাকিস্তানে কারাবন্দি আছেন।

১৯৭১ সালে কুলসুমের সঙ্গে নওয়াজ শরিফের বিয়ে হয়। তিনি তিনবার দেশটির ফার্স্ট লেডি হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।