ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক উপদেষ্টা পাপদোপলসের ১৪ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, সেপ্টেম্বর ৮, ২০১৮
ট্রাম্পের সাবেক উপদেষ্টা পাপদোপলসের ১৪ দিনের কারাদণ্ড স্ত্রী সিমুনাকে নিয়ে আদালতে আসেন জর্জ পাপদোপলস। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা (নির্বাচনী প্রচারণা সহযোগী) জর্জ পাপদোপলসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ডিস্ট্রিক্ট কোর্ট। 

২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযানের সময় রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দেয়ায় শুক্রবার (০৭ সেপ্টেম্বর) তাকে এ কারাদণ্ড দেয়া হলো। এর প্রায় এক বছর আগে তাকে গ্রেফতার করা হয়।

 

রায় অনুযায়ী, তাকে প্রায় এক বছর নজরবন্দি রাখা হবে এবং তাকে ২০০ ঘণ্টা বিভিন্ন কমিউনিটি সার্ভিস দিতে হবে। তাকে জরিমানাও গুণতে হচ্ছে সাড়ে নয় হাজার মার্কিন ডলার।  

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।