ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, সেপ্টেম্বর ৭, ২০১৮
ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাহত প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারো, ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলে ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারোকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

দেশটিতে নির্বাচনী প্রচারণা চালোনার সময় তার সমর্থকদের ভিড়েই তাকে ছুরিকাহত করা হয়।

পরে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) তার জরুরি অস্ত্রোপচার করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জুইজ ডি ফোরা নগরের সান্তা কাসা হাসপাতাল বলছে, ৬৩ বছর বয়সী এই রাজনীতিবিদের তলপেটে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

তার চিকিৎসকরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলছেন, ওই প্রেসিডেন্ট প্রার্থীকে কয়েক বার ছরিকাঘাত করা হয়। এতে তার প্রচুর রক্তপাতও হয়েছে। তবে অস্ত্রোপচারটি ভালোভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।