ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়ার বিমান ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, সেপ্টেম্বর ২, ২০১৮
বিকট বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়ার বিমান ঘাঁটি সিরিয়ার বিমান ঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে

ঢাকা: সিরিয়ার বিমান ঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে দামেস্ক সমর্থিত আঞ্চলিক জোটের এক কর্মকর্তা এ হামলার জন্য দায়ী করেছে ইসরালয়কে।

রোববার (২ সেপ্টেম্বর) ভোরে সিরিয়ার বিমান ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলছে, দামেস্কের পাশে মেজ্জে বিমান ঘাঁটিতে ‘ইসরায়েলি আক্রমণের’ ঘটনা ঘটেনি।  

তবে আঞ্চলিক জোটের কর্মকর্তা বলছেন, গোলান মালভূমি সীমান্ত থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুদ্ধ পর্যবেক্ষক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি, বিস্ফোরণের জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করছে। তারা বলছেন, এ হামলার কারণে হতাহতের শঙ্কাও রয়েছে।  

ইসরায়েল অবশ্য এর আগেও সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। লেবাননভিত্তিক হিজবুল্লাহ গ্রুপ, ইরান ও তার মিত্রদের লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছিল ইসরাইল।  

তবে এ বিস্ফোরণের ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।  

এর আগে চলতি বছরের মে মাসে সিরিয়ায় ইরানের সব সামরিক অবকাঠামোতে আক্রমণের ঘোষণা দেয় ইসরায়েল।     

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।