ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইকুয়েডরে বাস উল্টে শিশুসহ ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪০, সেপ্টেম্বর ২, ২০১৮
ইকুয়েডরে বাস উল্টে শিশুসহ ১০ জনের প্রাণহানি ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনা

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

শনিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির লোজা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

কুয়েনকা শহরের ২১ কিলোমিটার দূরে বাসটি উল্টে যায়।  

কুয়েনকার স্বেচ্ছাসেবী ফায়ার বিভাগ টুইট বার্তায় জানায়, দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে মরদেহ উদ্ধারে কাজ করে। উদ্ধারকারীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

তবে এখনও বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।  

দেশটির জাতীয় পরিবহন এজেন্সি বলছে, গত বছর ইকুয়েডরে প্রতিদিন গড়ে প্রায় ছয়জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।