ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

স্কুলের পথে নৌকাডুবে ২২ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, আগস্ট ১৫, ২০১৮
স্কুলের পথে নৌকাডুবে ২২ শিক্ষার্থীর মৃত্যু নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে

উত্তর সুদানে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে অন্তত ২২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সুনা’র বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, স্কুলঅভিমুখী ৪০ শিক্ষার্থীকে নিয়ে স্থানীয় সময় বুধবার (১৫ আগস্ট) একটি নৌকা নীল নদ পাড়ি  দেওয়ার সময় ডুবে যায়।

দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স ফোর্স নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করলেও কোনো আশার বাণী শোনা যায়নি।

এর মধ্যে হাসপাতালের একজন নারী কর্মীও রয়েছেন।

রাজধানী খার্তুম থেকে ৭৫০ কিলোমিটার উত্তরে নৌকাডুবির এ ঘটনায় যান্ত্রিক ক্রুটিকে প্রাথমিক কারণ হিসেবে ধারণা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।